নিজস্ব প্রতিবেদক:
নাটোরের নলডাঙ্গায় এক গাভী একসাথে দুইটি বাছুর জন্ম হয়েছে। সম্প্রতি উপজেলার পিপরুলে পাভেল শেখের ফ্রিজিয়ান জাতের একটি গাভী দুইটি বাছুর জন্ম দেয়। একসঙ্গে দুইটি বাছুর প্রসব করায় প্রতিবেশীরা দেখতে পাভেল হোসেনের বাড়িতে ভিড় জমান।
পাভেল শেখ পেশায় একজন কৃষক। কয়েক বছর আগে গাভীটি কিনেন তিনি,প্রতিবছরই একটি করে বাচ্চা প্রসব করে গাভীটি। গাভীটিকে ঘিরেই তার স্বপ্ন। তবে এবার একসাথে দুটি বাচ্চা প্রসব করে গাভীটি। এখন খুবই আনন্দিত কৃষক পরিবার।
গাভীর মালিক পাভেল শেখ জানান,ফ্রিজিয়ান জাতের ওই গাভীটি কয়েক বছর আগে ক্রয় করেন তিনি। অনেক সেবা-যত্ন করেছেন গাভীকে। বাছুর দুটি ও গাভী সুস্থ আছে। ভাগ্যের চাকা যেন ঘুরে যায় সেজন্য তিনি সকলের কাছে দোয়া কামনা করেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.পবিত্র কুমার জানান, খেয়াল রাখতে হবে গাভীর যেন দুধের স্বল্পতা না হয়। গাভীকে পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে হবে। বাছুর দুটি যেন ঠিকমতো দুধ পায়। আমরা প্রয়োজনীয় ওষুধ ও পরামর্শ দিয়ে সহযোহিতা করবো।