নিজস্ব প্রতিবেদক:
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, “ নাটোর দেশের জিআই পণ্য সহ বিভিন্ন ডিজিটাল পণ্যের প্রদর্শণ ও দেশে ও বিদেশে চাহিদা তৈরীর জন্যই নাটোরের চলন বিলের প্রাণকেন্দ্র সিংড়ায় দেশের প্রথম বারের মত জিআই পণ্যের এই মেলার আয়োজন। এর মধ্যে নাটোরের কাাঁচাগোল্লা, দিনাজপুরের লিচু, বগুড়ার দই, চাঁপাই নবাবগঞ্জের আম, টাঙ্গাইলের চমচম সহ বিভিন্ন জিআই পণ্য রয়েছে। ” তিনি দুপুরে নাটোরের সিংড়ায় উপজেলা কোর্ট মাঠে দেশের প্রথম জিআই পণ্য ভিত্তিক মেলা-ডিজিটাল স্মার্ট ভিলেজ এক্সপো’র উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। “গ্রাম থেকে বিশ্বে’ এই স্লোগানকে সামনে রেখে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গণণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) ও ই-কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের যৌথ উদ্যোগে দিন ব্যাপী এই মেলার আয়োজন করা হয়েছে। মেলায় অংশগ্রহণকারী ইভা রহমান, শাবানা ইসলাম, কনিকা কুন্ডু, কাকলি তালুকদার, এস এম লিজা সহ নারী উদ্যোক্তারা জানান, এই মেলার আয়োজন করায় তারা খুব খুশি। কারণ তারা গ্রামের নারী উদ্যোক্তারা যেসব পণ্য তৈরী করেন তা জানান দিতে পারতেন না। এটা একটা নারী উদ্যোক্তা মেলা। এর মাধ্যমে তারা যে সুন্দর সুন্দর হাতের কাজ জানেন এবং সুন্দর সুন্দর জিনিস তৈরী করেন সে সম্পর্কে সবাইকে দেখাতে ও জানাতে পারছেন। এ ধরণের মেলা মাঝে মাঝেই হলে তারা অনেক উৎসাহিত হতে পারবেন। আনিকা, জেসমিন সহ দর্শকরা জানান, এই মেলায় এসে তাদের অনেক ভাল লাগছে। তারা অনেক জিনি বা পণ্য সম্পর্কে জানতে পারছেন। দেশীয় সংস্কৃতি সম্পর্কেও তারা জানতে পারবেন। আয়োজক ডিজিটাল পল্লীর ভাইস প্রেসিডেন্ট জাহেদুল জামান স্ইাদ জানান প্রান্তিক পর্যায়ে যেসব উদ্যোক্তারা আছেন তাদের ও তাদের তৈরী জিনিস গুলো তুলে নিয়ে আসা যায় এবং রাজধানী সহ দেশে ও দেশের বাইরে নিয়ে যেতে পারে, বিক্রি করতে পারে সেই জায়গাটা নিয়ে তারা কাজ করছেন। নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভূঞার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ই-ক্যাবের পরিচালক আবদুল ওয়াহেদ তমাল,এসএসএল ওয়্যারলেসের সিওও ইফতেখার আলম ইসহাক, দারাজ বাংলাদেশ এর সিও খন্দকার তাসফিন আলম, ই-ক্যাব এর সাধারণ সম্পাদক নাসিমা আক্তার নিশা, সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, সাধারণ সম্পাদক ও সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক জি এস এম জাফরউল্লাহ এনডিসি সহ অন্যান্যরা।