নিজস্ব প্রতিবেদক:
৩য় ধাপে নাটোরের দুইটি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ সোমবার বেলা ১১ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও রির্টানিং কর্মকর্তা আরিফ হোসেন,বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুর ফেরদৌস,বড়াইগ্রাম উপজেলা নির্বাচন কর্মকর্তা শুভ আল হোসেন,গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তার,গুরুদাসপুর উপজেলা নির্বাচন কর্মকর্তাফেরদৌস আলম সহ সংশ্লিটরা।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও রির্টানিং কর্মকর্তা আরিফ হোসেন জানান, আগামী ২৯ মে ৩য় ধাপে নাটোরের গুরুদাসপুর উপজেলা ও বড়াইগ্রাম উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে গুরুদাসপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুই জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও বড়াইগ্রাম উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে প্রতীক বরাদ্দ পেয়েই জনগনের সাথে কুশল বিনিময়ের মাধ্যমে নির্বাচনী প্রচারণায় নামেন প্রার্থীরা।