নিজস্ব প্রতিবেদক:
নাটোরে ২৪ হাজার জাল টাকাসহ স্বামীকে গ্রেফতার করেছে র্যাব-৫, নাটোর ক্যাম্পের সদস্যরা। গতকাল সন্ধ্যায় সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের ধরাইল বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আজ বুধবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। গেফতাকৃতরা হল রাজশাহীর বাগমারা উপজেলার রনশি বারী গ্রামের রিপন হোসেন (৩৩) ও তার স্ত্রী মোছাঃ লাবনী আক্তার রিমু (২০)।
র্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মওদুদ আহমেদ জানায়, গতকাল সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সদর উপজেলার ধরাইল বাজারে অভিযান চালায় র্যাব-৫ এর একটি দল। অভিযানকালে বাজারে দাঁড়িয়ে থাকা এক দম্পতিকে সন্দেহ হলে তাদের তল্লাশী করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৬ টি জাল নোট এরমধ্যে এক হাজার টাকার ১২ টি জাল নোট এবং ৫শ টাকার ২৪ টি জাল নোট উদ্ধার এবং তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করে তাদের থানায় সোপর্দ করা হয়েছে।