নিজস্ব প্রতিবেদক:
নাটোরের নলডাঙ্গায় বারনই নদীতে বরশী দিয়ে মাছ শিকারের সময় বজ্রপাতে কামরুল ইসলাম (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে উপজেলার পীরগাছা গ্রামে এই ঘটনাটি ঘটে। নিহত কামরুল ইসলাম পীরগাছা কোমড়পুর গ্রামের লুৎফর রহমানের ছেলে।
নিহতের পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, কামরুল ইসলাম ও তার বন্ধুরা মিলে বারনই নদীতে বরশী দিয়ে মাছ শিকার করছিল। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই কামরুল ইসলাম মারা যায়। পরে ঘটনাস্থল থেকে কামরুলের মরদেহটি বাড়ীতে নিয়ে যায় পরিবারের সদস্যরা।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।