নিজস্ব প্রতিবেদক:
ভিজিএফ চাল এর তালিকা তৈরি করা নিয়ে বিরোধে নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁ ইউপি চেয়ারম্যানকে মারপিট ও কার্যালয় ভাংচুর করেছে স্থানীয় সন্ত্রাসীরা। আজ বৃহস্পতিবার দুপুর একটার দিকে ইউনিয়ন পরিষদে এই ঘটনা ঘটে। পরে চেয়ারম্যানের সমর্থকরা প্রায় ১৫ মিনিট বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক অবরোধ করে।
বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও মাঝগাঁ ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আজাদ দুলাল জানান, আসন্ন কোরবানীর ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে জনপ্রতি ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হবে। এজন্য মাঝগাঁ ইউনিয়নের ২ হাজার ২৪৯ জন দুঃস্থ মানুষের তালিকা তৈরী করা হয়। আগামি ১৫ জুন তালিকা অনুযায়ী চাল বিতরণ করার কথা রয়েছে। আজ দুপুরে হঠাৎ করে স্থানীয় কিছু সন্ত্রাসী ইউনিয়ন পরিষদে গিয়ে স্থানীয় সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারির নাম ব্যবহার করে বরাদ্দের ৫০ শতাংশ দাবি করে। চেয়ারম্যান তা দিতে অস্বীকার করলে সন্ত্রাসীরা চেয়ারম্যানকে এলোপাথারি মারপিট ও তার দপ্তরে ভাংচুর চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এদিকে চেয়ারম্যানকে মারপিট ও কার্যালয় ভাংচুরের প্রতিবাদে দুপুর দেড়টার দিকে নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক অবরোধ করে বিক্ষুদ্ধ জনতা। প্রায় ১৫ মিনিট পরে অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নতুল ফেরদৌস ঘটনাস্থলে গিয়ে হামলাকারীদের আটকের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় বিক্ষুদ্ধ জনতা। অবরোধ চলাকালীন সময়ে মহাসড়কের দুইপাশে যানজটের সৃষ্টি হয়।