নিজস্ব প্রতিবেদক:
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্ত প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, “ আমদের সিংড়ার চলনবিলবাসি সব সময় প্রাকৃতিক দূর্যোগ মোকাবিলায় সাহসী ভূমিকা রাখে। চলনবিল সাড়া বাংলাদেশে শস্যভান্ডার হিসেবে পরিচিত। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের চলনবিলবাসির জন্য খুব মূল্যবান ও প্রয়োজনীয় প্রকল্প উপহার দিয়েছেন। তার একটি হচ্ছে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে ৬ কোটি ২০ লাখ টাকা ব্যায়ে ‘মুজিব কিল্লা’ যার নির্মাণ কাজ শুরু করা হ’ল। যেখানে বন্যা বা প্রাকৃতিক দূর্যোগের সময় প্রায় এক হাজার মানুষ ও দেড় হাজার গবাদি পশুকে আশ্রয় দেওয়া যাবে। তার পাশে প্রায় ৬ বিঘা জমিতে বিশাল খেলার মাঠ তৈরি করা হবে যেখানে আশ্রয় এবং খেলাধুলা চলবে এর পাশাপাশি একটি তিনতলা ভবন নির্মান হবে যেখানে শিক্ষাদান চলবে। দ্বিতীয়টি হচ্ছে প্রায় ৩ কোটি ৭৫ লাখ টাকা ব্যায়ে ১০০০টন খাদ্য শস্য মজুদ ক্ষমতা সম্পন্ন গুদাম ,মাড়াই এবং সংরক্ষণ করার ব্যবস্থা থাকবে। যেখানে আগাম বন্যার সময় শস্য শুখানো, মাড়াই এবং থ্রেসিং ফ্লোর নির্মাণ করা হবে।” তিনি আজ শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার ইটালী ইউনিয়নের সাতপুকুরিয়ায় প্রকল্প দুটির ভিত্তি প্রস্তর স্থাপন শেষে এক সমাবেশে এসব কথা বলেন। এ সময় তার সাথে ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেখ ওহিদুর রহমান, উপজেলা চেয়ারম্যান দেলোয়ার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হা-মীম তাবাসুম প্রভা সহ অন্যান্যরা।