নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী থেকে বিয়ের প্রলোভনে নাটোরের গুরুদাসপুরে প্রেমিকাকে নিয়ে এসে রাতভর ধর্ষণ করে পালিয়ে যাওয়া প্রেমিক যুবক সাব্বির হোসেনকে গ্রেফতার করেছে র্যাব-৫। গতরাতে রাজশাহীর বাঘা থানার গরগরি ইউনয়িনরে চাঁদপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাব্বির হোসেন বাঘা থানার বাউসা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। আজ বৃহস্পতিবার সকালে এই প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান র্যাব-৫।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃত সাব্বির হোসেনের সাথে পাশের গ্রামের ভিকটিম যুবতির পুর্ব পরিচয় থাকায় প্রায় ভিকটিমের বাড়ীতে যাওয়া আসা করতো। এভাবে তাদের মধ্যে প্রেম ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। এরপর প্রেমিক সাব্বির তাকে বিয়ের প্রস্তাব দিয়ে বিভিন্ন স্থানে বেড়াতে নিয়ে যায়। ঈদের দিন গত ১৭ তারিখ বিকেলে প্রেমিকাকে নিয়ে বেড়াতে যায় নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর গ্রামের একটি বাড়ীতে। সেখানে তাকে একাধিকবার ধর্ষণ করে। পরের দিন বিয়ের কথা বললে প্রেমিকাকে সেখানে ফেলে রেখে কৌশলে পালিয়ে যায় প্রেমিক সাব্বির হোসেন। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে গুরুদাসপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর অভিযুক্ত সাব্বির হোসেন আত্মগোপনে চলে যায়। পরে পুলিশ আসামীকে গ্রেফতারে র্যাবের সহযোগিতা চেয়ে আবেদন করেন। এরই প্রেক্ষিতে র্যাব তথ্য প্রযুক্তির সহযোগিতায় আসামি সাব্বির হোসেনের অবস্থান শনাক্ত করেন। পরে র্যাব -৫ নাটোর ক্যাম্পের সদস্য অভিযান চালিয়ে সাব্বির হোসেনকে গ্রেফতার করে। পরে গ্রেফতারকৃত সাব্বিরকে গুরুদাসপুর থানায় সোপর্দ করা হয়।