নিজস্ব প্রতিবেদক:
মাদকের আগ্রাসন দৃশমান প্রতিরোধেই সমাধান এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে মাদকদ্রব্যর অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে আজ রবিবার সকালে জেলা প্রশাসন ও জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের আয়োজনে নাটোর ক্যালেক্টরেট ভবনের সামনে এক মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে তারা এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় ক্যালেক্টরেট ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজন করা হয় এক আলোচনা সভা। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নাটোর ০৪ আসনের সংসদ সদস্য ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী,পুলিশ সুপার তারিকুল ইসলাম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাছুদুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম, সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক মোস্তাফিজুর রহমান,সিভিল সার্জন মশিউর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ লুৎফর রহমান সহ বিভিন্ন এনজিও ও রিহ্যাব সেন্টারের প্রতিনিধিরা। আলোচনা সভা শেষে বিভিন্ন স্কুলের ২১ জন ছাত্র ছাত্রীর মাঝে মাঝে পুরস্কার বিতরন করা হয়।