নিজস্ব প্রতিবেদক:
বর্তমান প্রজন্মের বিকৃতমনা নৈরাজ্য সৃষ্টিকারী শিক্ষার্থীদের সকল অপচেষ্টার বিরুদ্ধে নাটোরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম জেলা শাখা। আজ বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে শহরের ভবানীগঞ্জ মোড়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে মুক্তিযোদ্ধাসহ তাদের সন্তানরা জড়ো হয়ে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের মাদ্রাসা মোড় এলাকা স্বাধীনতা চত্তর প্রদক্ষিন করে পুনরায় ভবানীগঞ্জ মোড়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে ফিরে গিয়ে প্রতিবাদ সভা করেন। এ সময় উপস্থিত ছিলেন, নাটোর সদর উপজেলা সাবেক ডেপুটি কমান্ডার মকছেদ আলী মোল্লা, সাবেক কমান্ডার আমজাদ হোসেন, মুক্তিযোদ্ধা ওহাব আলী, মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম জেলা শাখার আহবায়ক রাজিব হোসেন শাপলা, সদর উপজেলা সাংগাঠনিক জারজিস ইসলামসহ সংগঠনের নেতা কর্মিরা।
এ সময় বক্তারা বলেন, ৭১ সালে হানাদার রাজাকার আলবদর আলসামস্ যুদ্ধঅপরাধীরা দেশবিরোধী ষড়যন্ত্র করেছিলেন। কিন্তু তারা সফল হয়নি। এখন যারা আন্দোলন করছেন তারা তাদের প্রেতাত্বা। তাদেরকে সফল হতে দেয়া যাবেনা। তাদের যে কোন মূল্যে রূখে দেয়ার আহবান জানান বক্তারা।