নিজস্ব প্রতিবেদক:
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশে আবার দ্বিতীয় স্বাধীনতা হয়েছে। প্রথম স্বাধীনতার জন্য যদি আপনারা জামায়াতকে নিষিদ্ধ ঘোষণা করেন তাহলে এই দ্বিতীয় স্বাধীনতার জন্য এই ছাত্র বৈশম্য বিরোধী আন্দোলনের নেতা যে অর্জন করেছে তাদের রক্তের ওপর দিয়ে,যাদের রক্তাক্ত করা হয়েছে, হাজার মানুষকে হত্যা করা হয়েছে, এই হত্যার জন্য আওয়ামী লীগকে অতি সত্বর নিষিদ্ধ ঘোষণা করার দাবী জানান। তিনি আজ বৃহস্পতিবার দুপুরে নাটোর শহরের কানাইখালী এলাকায় জেলা বিএনপির আয়োজনে এক জনসভায় এসব কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির জেলা বিএনপির আহব্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু,সদস্য সচিব রহিম নেওয়াজ, দুলুর সহধর্মীনি বিএনপি নেত্রী সাবিনা ইয়াসমিন ছবি, বিএনপি নেতা ফরহাদ আলী দেওয়ান শাহিন সহ নেতা কর্মিরা। এর আগে সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে দলীয় নেতা কর্মিরা জেলার সকল উপজেলা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে জনসভা স্থলে এসে জড়ো হয়। দীর্ঘ প্রায় ১৭ বছর পর নাটোর জেলা বিএনপি নেতা কর্মিরা শহরের মধ্যে এতো বড় জনসভা করলো।