নিজস্ব প্রতিবেদক:
সারা বাংলাদেশের চলমান পরিস্থিতে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে হিন্দু সম্প্রদায়ের মানুষ। আজ শনিবার বিকেলে নাটোর শহরের কানাইখালী পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় এই সমাবেশ করেন তারা। মানববন্ধনকালে বক্তারা তাদের বক্তব্যে বলেন, সারাদেশে হিন্দুদের মন্দির ভাংচুর, লুটপাট ও নির্যাতন করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অনুপস্থিতির সুযোগ নিচ্ছে দুষ্কৃতিকারীরা। এ সময় বক্তারা বর্তমান অন্তর্বতীকালীন সরকারের কাছে হিন্দুদেরকে সুরক্ষার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবী জানান। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা দেবাশীষ কুমার সরকার, সুজিত ঘোষ, অ্যাডভোকেট প্রসাদ কুমার তালুকদার বাচ্চা, নাটোর ইসকন মন্দিরের পরিচালক নাম প্রেম দাস প্রভু সহ অন্যান্যরা। অপরদিকে ইসকন মন্দিরের আয়োজনে আরো একটি বিক্ষোভ মিছিল বের করে ভক্তরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে লালবাজরের জয়কালীবাড়ী মন্দিরের সামনে গিয়ে তারা এক সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশ শেষে তারা বিক্ষোভ মিছিল নিয়ে বঙ্গজ্জল এলাকায় তাদের মন্দির প্রাঙ্গনে ফিরে যায়।