নিজস্ব প্রতিবেদক:
নাটোরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক ফিরোজ হোসেন নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। এ সময় মোটরসাইকেলে থাকা সিরাজুল ইসলাম নামে অপর একজন আহত হয়েছে।আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার নওপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ফিরোজ হোসেন নাটোর শহরের আলাইপুর মহল্লার কেরামত আলী ছেলে ও আহত সিরাজুল ইসলাম শহরের ঝাউতলা এলাকার মৃত আশকান আলীর ছেলে।
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ও স্থানীয়রা জানান, ফিরোজ হোসেন ও সিরাজুল ইসলাম নাটোরের সিংড়া থেকে মোটরসাইকেল যোগে নাটোর শহরে ফিরছিলেন। সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সদর উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের নওপাড়া এলাকার পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং এ ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা ফিরোজ ও সিরাজুল গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফিরোজ হোসেনকে মৃত ঘোষণা করেন এবং আহত সিরাজুল ইসলামকে চিকিৎসার জন্য ভর্তি করেন।