নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বাগাতিপাড়া উপজেলা বিএনপির আহব্বায়ক মোশাররফ হোসেন কতৃক কলেজ অধ্যক্ষ সামসুন্নাহার সীমাকে ভয় তীতি, হুমকি ও অশালীন আচরনের প্রতিবাদে ও বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচি পালন করেছে শিক্ষক, শিক্ষার্থী,কর্মচারী সহ এলাকাবাসী। আজ বুধবার বেলা ১১ টার দিকে বাগাতিপাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের সামনের প্রধান সড়কে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থীরা বলেন,উপজেলা বিএনপির আহবায়ক মোশাররফ হোসেন কলেজের অধ্যক্ষ সামসুন্নাহার সীমাকে ডেকে প্রতিষ্ঠানে হিসাব-নিকাশসহ পরিচালনা কমিটিতে তার মনোনীত ব্যক্তিতে রাখার চাপ প্রয়োগ করে মানুষিক নির্যাতন করা হয়। এ সময় অধ্যক্ষ সীমা অসুস্থ্য হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিএনপি নেতা মোশাররফ হোসেনের বিচার দাবী করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, শিক্ষক খন্দকার নাজমুল হুদা, শফিকুল ইসলাম, সুফিয়া সুলতানা, আসমা খাতুন, শিক্ষার্থী আরাফাতা হোসেন, মুন্না রহমান সহ অন্যান্যরা। পরে শিক্ষার্থীরা বিএনপি নেতা মোশারফ হোসেনের বিচার চেয়ে এলাকায় বিক্ষোভ করেন।