নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরের সাধারণ মানুষের ভোগান্তীতে গণ স্বাক্ষরের মাধ্যমে ভুতুরে বিলের নেসকোর রাক্ষসী স্মার্ট মিটার বাতিলের এক দফা দাবীতে প্রতিবাদী গণর্যালী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে শহরের হাফরাস্তা এলাকার এন এস কলেজ মাঠ থেকে একতা স্বেচ্ছাসেবী সংগঠন ও ছাত্র সমাজ সহ আপামর জনতার ব্যানারে এক গণর্যালী বের করা হয়। গণর্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কালেক্টরেট অফিস চত্তরে গিয়ে শেষ হয়। পরে তারা ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাছুদুর রহমানের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন একতা স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মোহাম্মদ সুজন,সাধারন সম্পাদক বাবু গাজি,সদস্য রবিউল ইসলাম মন্টু, হান্নান মুনশি সহ সাধারন জনগন। এ সময় বক্তারা বলেন, এই রাক্ষুসে প্রি পেইড স্মার্ট মিটারের ফলে সাধারন খেটে খাওয়া দিন মজুর থেকে শুরু করে সকল সাধারণ মানুষ আজ ভুক্তভোগী। এই মিটারে টাকা রিচার্জ করতেই টাকা কেটে নেয়। প্রতিমাসে মিটার ভাড়া সহ বিভিন্ন ধরনের চার্জ দিতে হয়। এতে করে সাধারন জনগনের নাভিশ্বাস উঠে পড়েছে। তারা নেসকো অফিসে বারবার বলার পরও নেসকো অফিস কোন ব্যাবস্থা নেয়নি। তাই বাথ্য হয়ে তারা জেলা প্রশাসককে স্মারকলিপি দিতে বাথ্য হয়েছে।