নিজস্ব প্রতিবেদকঃ
নার্সিং ও মিওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক,পরিচালক এবং বাংলাদেশ নাসিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদ থেকে নন-নার্স প্রসাসন ক্যাডার কর্মকর্তার অপসারণপুর্বক উক্ত পদগুলোতে নার্সদের পদায়নের এক দফা দাবীতে নাটোরে কালো পতাকা মিছিল করেছে নার্সিং কর্মকর্তাবৃন্দ। আজ মঙ্গলবার দুপুরে নাটোর সদর হাসপাতালের সামনে এই কর্মসুচি পালন করা হয়। দুপুরে নাটোর আধুনিক সদর হাসপাতাল চত্তরে একটি কালো পতাকা মিছিল বের করে তারা। মিছিলটি হাসপাতাল চত্তর প্রদক্ষিন করে জরুরী বিভাগের প্রধান ফটকে শেষ হয়। পরে তারা সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন,নাটোর আধুনিক সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মুসলিমা আক্তার,সিনিয়র স্টাফ নার্স ফারসি সোরেন, আমজাদ খান চৌধুরী নার্সিং কলেজের নার্সিং স্টুডেন্ট মোহাম্মদ আসিফ আলী
নার্সিং শিক্ষার্থী।