নিজস্ব প্রতিবেদক:
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, স্বৈরশাসকের অবসান ঘটেছে কিন্তু দেশ এখনো চক্রান্তর মধ্যে রয়েছে।আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে।দেশের গার্মেন্ট সেক্টর বেতন বৈষ্যমের নামে আন্দোলন করে দেশকে অচল করার অপচেষ্টা করছে। শেখ হাসিনা পাশের দেশে বসে ষড়যন্ত্র ও চক্রান্ত অব্যাহত রেখেছে। আজ মঙ্গলবার শহরের তেবাড়িয়ায় হাটে বিএনপির নেতা আব্দুল মোতালেব হোসেন দুুলাল বেপারীর স্মরণসভায় এ সব কথা বলেন তিনি।
তেবাড়িয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে স্মরন সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম সম্পাদক ফরহাদ আলী দেওয়ান শাহীন, মরহুম দুলাল বেপারির ছেলে বিএনপি নেতা ফয়সাল আলম আবুল বেপারি, জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম।