নিজস্ব প্রতিবেদক:
নাটোরে ৭ বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আব্দুর রহমান নামে এক কিশোরকে ১০ বছরের আটকাদেশ দিয়েছে আদালত। আজ রবিবার বেলা ১১ টার দিকে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন। দন্ডপ্রাপ্ত আব্দুর রহমান নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের টলটলিয়া পাড়ার আবু বক্কর সিদ্দিকের ছেলে।
আদালতের স্পেশাল পিপি অ্যাডভোকেট আনিছুর রহমান মামলা সুত্রে জানান, ২০১৫ সালের ২১ ফেব্রুয়ারী সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া বাজারে মুদিখানা দোকানে বসিয়ে রেখে মসজিদে নামাজ পড়তে যায় শিশুটির দাদা ও চাচা। এ সময় শিশুটিকে দোকানে একা বসে থাকতে দেখে স্থানীয় দুই বখাটে কিশোর তাকে ডেকে দোকানের পিছনে আতর আলীর আমের বাগানে নিয়ে যায়। পরে সেখানে শিশুটিকে ধর্ষন চেষ্টা করে। এতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তারা পালিয়ে যায় । নামাজ শেষে তারা ফিরে শিশুকে দোকানে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করে। এরই এক পর্যায়ে শিশুটি বাড়ীতে গিয়ে ঘটনাটি পরিবারের সদস্যদের জানালে শিশুটিকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে স্বজনরা। এ ঘটনায় শিশুটির দাদা নুরুন্নবী বাদি হয়ে আব্দুর রহমান ও মাসুমকে আসামি করে নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ আব্দুর রহমান ও মাসুমকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করেন। পরে পুলিশ তদন্ত করে আব্দুর রহমানকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করেন। দীর্ঘ সাড়ে ৯ বছর মামলার স্বাক্ষ্য প্রমান গ্রহন শেষে আদালতের বিচারক এই রায় ঘোষণা করেন। রায় ঘোষনার সময় অভিযুক্ত আব্দুর রহমান আদালতে উপস্থিত ছিলেন।