নিজস্ব প্রতিবেদক:
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন তদারকি এবং পর্যালোচনায় নাটোরে বাজার তদারকি করেছেন বিশেষ টাস্কফোর্স। আজ সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে শহরের নিচা বাজার এলাকার কাঁচা বাজারে অভিযান পরিচালনা করেন বিশেষ টাস্কফোর্স এর সদস্যরা। এ সময় সবজি বিক্রেতারদের দোকানে দ্রব্য মূল্য তালিকা না থাকা ও সবজি’র দাম বেশি রাখায় তিনটি দোকান মালিককে চার হাজার টাকা জরিমানা করেন টাস্কফোর্স। এ সময় উপস্থিত ছিলেন, টাস্কফোর্স এর সদস্য জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে সহকারী পরিচালক মেহেদী হাসান, ক্যাব সাধারণ সম্পাদক রইচ উদ্দিন, সেনাবাহীনির সদস্যসহ পুলিশ সদস্যরা।
টাস্কফোর্স এর সদস্য নির্বাহী ম্যাজিস্ট্রেট রিতু তামান্না বলেন, সরকারের নির্দেশনা মোতাবেক বাজারে পন্য সরবরাহ কি পরিমান আছে তা তদারকি করা হচ্ছে। ব্যবসায়ীরা পন্যর দাম ইচ্ছে মত ১০/২০ টাকা বাড়িয়ে বিক্রি করছে। এমন যাতে করতে না পারে সেজন্য প্রতিদিন বাজার তদারকি করা হবে।