নিজস্ব প্রতিবেদক
“শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ” এই পতিপাদ্যকে সামনে রেখে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃত্তি প্রদান ও শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেল প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটরিয়াম হল রুমে চেক বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। অনুষ্ঠানে ১৯৬ জন কৃতি শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৪ লক্ষ টাকা ও ক্রেস প্রদান করা হয়। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী। অন্যান্যের মধ্যে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফ আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন আক্তার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও গৌরিপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হযরত আলী প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সাদ আহাম্মেদ শিবলী।