নিজস্ব প্রতিবেদকঃ
নাটোর এপেক্স ক্লাবের আয়োজনে বাংলাদেশ এপেক্স জেলা-৯ এর ১৫তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার রানী ভবানীর রাজবাড়ীস্থ আনন্দ ভবনে দুটি পর্বে বিভক্ত দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব (অবঃ) সমর চন্দ্র পাল। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপেক্সিয়ান আনামুল হক মিলন, জাতীয় সহ-সভাপতি এপেক্সিয়ান মনিরুল ইসলাম ভূঁইয়া, এলজি পিএনপি ও এ্যাপেক্স গ্লোবালের ভাইস চেয়ারম্যান এপেক্সিয়ান কাদের নেওয়াজ, এলজি পিএনপি এপেক্সিয়ান ডাঃ মুজিবুর রহমান সহ জাতীয় নেতৃবৃন্দ। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান এ্যাপেক্সিয়ানরা নবরূপে সারাদেশে তথা সারা বিশ্বে একে অপরের মধ্যে ফেলোশিপ তথা বন্ধুত্বা সৃষ্টি, পারস্পরিক সহমর্মিতার মাধ্যমে নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তুলে দেশ সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।
সম্মেলনের দ্বিতীয় পর্বে জেলা-৯ এর নাটোর, রাজশাহী, নওগাঁ, পাবনা ও সিরাজগঞ্জ এই ৫টি ক্লাবের বার্ষিক প্রতিবেদন পেশ করেন স্ব-স্ব ক্লাব সভাপতিবৃন্দ। সম্মেলনে অতিথিবৃন্দ,এপেক্সে বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, দেশের বিভিন্ন ক্লাব থেকে আগত দুই শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। এই পর্বে ২০২৫ সালের জন্য জেলা-৯ এর জেলা গভর্নর হিসেবে নওগাঁ এপেক্স ক্লাবের সদস্য মাসুদুর রহমান পলাশকে নির্বাচিত করা হয়। এপেক্স ক্লাব সমাজের কম সৌভাগ্যবানদের ভাগ্য পরিবর্তনে সহযোগিতা করে থাকে।