নিজস্ব প্রতিবেদক:
নাটোরে ঘন কুয়াশায় দেখতে না পেয়ে মহাসড়কে ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে এবং অন্তঃত ৭ জন আহত হয়েছে। আহতদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় নাটোর-বগুড়া মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আজ সোমবার সকাল ৭ টার দিকে সদর উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের ডাল সড়ক এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত ট্রাক চালক মোহম্মদ হোসাইন ঝিনাইদহ জেলার কালিগঞ্জের মৃত সিদ্দিক বিশ্বাসের ছেলে।
ঝলমলিয়া হাইওয়ে থানা পুলিশের সহকারি পলিশ পরিদর্শক সাদ্দাম হোসেন ও প্রত্যক্ষদর্শিরা জানায়, সকালে নাটোর থেকে বগুড়াগামী বালু বোঝাই একটি ডাম ট্রাক সিংড়ার দিকে যাচ্ছিল। পথে ডাল সড়ক এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পাথর বোঝাই ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এ সময় মহাসড়কের দুইদিক থেকে আসা আরও চারটি ট্রাক একে অপরের সাথে ধাক্কা লাগে এবং একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় একজনের মরদেহ উদ্ধার সহ আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেছে। এদিকে দুর্ঘটনার পর থেকেই নাটোর-বগুড়া মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। যান চলাচল বন্ধ থাকায় মহাসড়কের দুই দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বনপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হয়েছে তারা ঘটনাস্থলে পৌঁছানোর পর মহাসড়ক থেকে দুর্ঘটনাকবলিত দুইটি ট্রাক সরিয়ে দিলেই যান চলাচল স্বভাবিক হবে। ঘন কুয়াশার কারনে সড়ক বা সড়কের যানবাহনগুলো দেখতে না পাওয়ার কারনে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।