ডেস্ক নিউজ
টঙ্গী থেকে মাদক পাচারের সময় একটি মাইক্রোবাস থেকে ৩০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আব্দুস সালামকে (৩০) গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে র্যাব-১ এর অধিনায়ক মো. সারওয়ার বিন কাশেম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় টঙ্গী স্টেশন রোড থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, গোপন সংবাদে টঙ্গী স্টেশন রোডে অভিযান চালানো হয়। অভিযানে ১টি মাইক্রোবাস থেকে আব্দুস সালাম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। মাইক্রোবাসে তল্লাশি করে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এছাড়া গ্রেফতারকৃত আসামির কাছ থেকে দু’টি মোবাইল ও মাদক ব্যবসার ১১ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়েছে। মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটি আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, সে দীঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে গাঁজা নিয়ে আসে। পরে টঙ্গীসহ বিভিন্ন এলাকায় বিক্রি করতো। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।