নিজস্ব প্রতিবেদক:
মোবাইলের পাশাপাশি দুই মাস স্থিত থাকার পর বেড়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ। এক মাসে গ্রাহক বেড়েছে এক হাজার। পরিসংখ্যান বলছে, প্রতি দুই মাস অন্তর বাড়ছে এই গ্রাহক সংখ্যা। তবে বছরের শুরু থেকেই একই সংখ্যায় আটকে আছে ওয়াম্যাক্স ইন্টারনেট সেবা।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি) প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য পাওয়া গেছে।
বিটিআরসি’র মাসিক ইন্টারেনট সাবসক্রাইবারের তথ্য অনুযায়ী, এপ্রিল পর্যন্ত দেশে ইন্টারনেট গ্রাহক সংখ্যা ছিলো ৯ কোটি ৩৭ লাখ ২ হাজার। এক মাস আগে মার্চে গ্রাহক ছিলো ৯ কোটি ৩১ লাখ ২ হাজার।
অর্থাৎ একমাস ব্যবধানে দেশে ইন্টারনেট গ্রাহক সংখ্যা বেড়েছে ৬ লাখ এক হাজার। এর মধ্যে মোবাইলে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে ৬০ হাজার ৪০০। আর ব্রডব্যান্ড গ্রাহক বেড়েছে ১ হাজার।
দেশে এপ্রিল পর্যন্ত মোবাইল ইন্টারনেট গ্রাহক ছিলো ৮ কোটি ৭৯ লাখ ১০ হাজার। ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের পরিমাণ ছিলো ৫৭ লাখ ৩২ হাজার। আর ওয়াইম্যাক্স গ্রাহক যথারীতি ৬১ হাজার।
পরিসংখ্যান অনুযায়ী, মোট ৫৭ লাখ ৩০ হাজার গ্রাহক নিয়ে বছর শুরু করে দেশের আইএসপি প্রতিষ্ঠানগুলো। তবে ফেব্রয়ারি ও মার্চ মাসে গ্রাহক সংখ্যা আটকে ছিলো ৫৭ লাখ ৩১ হাজারে।