আসন্ন জেএসসি,জেডিসি ২০১৯ ও নবম শ্রেণীর ভোকেশনাল পরীক্ষা সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষে নাটোরের লালপুরে কক্ষ পরিদর্শকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুলের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সাদিয়া আফরিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফ হোসেন , একাডেমিক সুপারভাইজার সাদ আহমেদ শিবলী, লালপুর বি কেন্দ্রের কেন্দ্র সচিব ও নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুলের প্রধান শিক্ষক গাউসুল আজম সহ সকল কেন্দ্রের কেন্দ্র সচিবগণ,শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগন ও কক্ষ পরিদর্শকবৃন্দ।
উল্লেখ্য এবছর উপজেলায় ৯ টি পরীক্ষা কেন্দ্রে মোট ৫৬৫১ (পাঁচ হাজার ছয় শত একান্ন) জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে জেএসসিতে চার কেন্দ্রে ৪২৩১ ( চার হাজার দুই শত একত্রিশ) জন, জেডিসির একটি কেন্দ্রে ৪৮৯ (চার শত উনব্বই) জন এবং ৯ম ভোকেশনালে চার কেন্দ্রে ৯৭১ (নয় শত একাত্তর) জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করছে।