নিজস্ব প্রতিবেদক: নাটোরের লালপুরে হারুন মিয়া (৩৮) নামে এক অটো রিক্সা চালককে গুলি করে অটো রিক্সাটি ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আহত হারুন মিয়া লালপুর উপজেলার কুইজি পুকুর গ্রামের নুর হোসেনের ছেলে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার আঙ্গারিপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেলে উপজেলার আঙারিপাড়া নামক স্থান অটো রিক্সা চালক হারুন মিয়া তার অটো রিক্সাটি নিয়ে দাঁড়িয়ে ছিল। এসময় কয়েকজন অস্ত্রধারী দুর্বৃত্ত সেখানে উপস্থিত হয়ে হারুন মিয়ার পায়ে গুলি করে অটো রিক্সাটি নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় হারুন মিয়াকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অতিরিক্ত রক্তক্ষরনের কারনে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
এ ব্যাপারে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান,এই ঘটনা শোনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছেন। তবে এঘটনায় এখনো কেউ কোন অভিযোগ করে নাই। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে। এছাড়াও এমন ঘটনায় পুলিশের পক্ষ থেকেই ব্যাবস্থা নেওয়া হবে। আহত হারুন মিয়াকে বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৪নং ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।