নাটোরে উপজেলা পর্যায়ে বিজয় ফুল উৎসব পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে শহরের শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে এ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ। এ উপলক্ষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাধমিক উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক, দিঘাপতিয়া এমকে কলেজের অধ্যক্ষ আব্দুল রাজ্জাকসহ অন্যান্যরা।
এসময় বক্তারা বলেন নতুন প্রজন্মকে স্বাধীনতা ও বঙ্গবন্ধুর ইতিহাস সম্পর্কে অবহিত করতে এই বিজয়ের ফুল উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তারা নতুন প্রজন্মকে লেখাপড়ার সাথে সাথে মুক্তিযুদ্ধের ইতিহাস জানার আহবান জানান। উৎসবে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের বিজয় ফুল তৈরী, গল্প, কবিতা আবৃত্তি, চিত্রাংকন একক অভিনয়, চলচিত্র নির্মাণ, দলগত দেশাত্মবোধক ও জাতীয় সঙগীত প্রতিযোগিতা অনষ্ঠিত হয়। উপজেলা পর্যায়ে যারা বিজয়ী হবে তারা জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেবে।