ডেস্ক নিউজ
চীনের স্মার্টফোন বাজারে নিজেদের অবস্থান আরো পোক্ত করেছে হুয়াওয়ে। একাই ৪২ শতাংশ শেয়ার নিয়ে নিজেদের বাজারে রাজত্ব করছে বিশ্বের দ্বিতীয় শীর্ষ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। অপরদিকে বাজার প্রতিযোগিতায় ক্রমশ দুর্বল হয়ে পড়ছে অ্যাপল। আগের বছর ৭ শতাংশ শেয়ার থাকলেও এবার ৫ শতাংশ শেয়ার নিয়ে তলানিতে অবস্থান করছে মার্কিন এই প্রতিষ্ঠানটি।
ক্যালিফোর্নিয়া ভিত্তিক বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ক্যানালিস চলতি বছরের তৃতীয় প্রান্তিকের তথ্যের উপর ভিত্তি করে এ প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়, মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও হুয়াওয়ে চীনের বাজারে আরো এগিয়ে যাচ্ছে। তৃতীয় প্রান্তিকে তাদের ফোনের শিপমেন্ট ৬৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সামনে উচ্চ গতিসমৃদ্ধ ৫জি আসলে হুয়াওয়ের প্রবৃদ্ধি আরো বাড়বে। স্পষ্টত এটি অপো, ভিভো, শাওমি’র মতো চীনা কোম্পানির জন্য একটি চাপ বটে কারণ তারাও দীর্ঘদিন ধরে মার্কেট দখলের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, চীনে স্মার্টফোন বাজারে হুয়াওয়ের পেছনে অবস্থান করছে ভিভো, অপো, শাওমি, অ্যাপল ও অন্যান্য মোবাইল উৎপাদক প্রতিষ্ঠান। ভিভো, অপো, শাওমি ও অ্যাপল এই চারটি প্রতিষ্ঠানের মোট শেয়ার ৫০ ভাগ অন্যদিকে হুয়াওয়ের একাই রয়েছে ৪২ ভাগ।