নাটোরে বেসরকারী স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। আজ সোমবার নাটোর সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে ২৪টি প্রতিষ্ঠানের অনুকুলে ৫ লাখ ৪৮ হাজার টাকার চেক বিতরণ করেন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক শামসুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলুসহ জনপ্রতিনিধি ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।