ঈদ উপলক্ষে প্রবাসীরা দেশে বেশি বেশি টাকা পাঠাচ্ছেন। চলতি মে মাসের মাত্র ২৪ দিনেই ১৩৫ কোটি (১.৩৫ বিলিয়ন) ডলার দেশে পাঠিয়েছেন তারা। বাংলাদেশ ব্যাংক রেমিটেন্স নিয়ে সর্বশেষ যে প্রতিবেদন দিয়েছে, তা পর্যালোচনা করে এ তথ্য উঠে এসেছে।
সরকারের সহযোগিতায় প্রবাসীরা আস্থা অর্জন করেছেন তাই দিন দিন প্রবাসীদের টাকা পাঠানোর পরিমাণ বাড়ছে। আর অন্যান্য মাসের তুলনায় এ মাসে সাধারণত বেশি টাকা পাঠিয়েছেন প্রবাসীরা।
ঈদকে সামনে রেখে রেমিটেন্স প্রবাহ আরও বাড়ছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ বা ৬ জুন ঈদ অনুষ্ঠিত হবে। সে হিসেবে মাসের বাকি সপ্তাহে রেমিটেন্স আরও বাড়তে পারে।
কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, চলতি মে মাসের ২৪ দিনে (১ মে থেকে ২৪ মে পর্যন্ত) ১৩৫ কোটি ডলার রেমিটেন্স এসেছে। মে মাসের প্রথম ২৪ কার্যদিবসে রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স এসেছে ৩০ কোটি ৭০ লাখ ডলার, বিশেষায়িত দুই ব্যাংকের মাধ্যমে ১ কোটি ৭৪ লাখ ডলার, বেসরকারি ৪০টি ব্যাংকের মাধ্যমে ১০১ কোটি ৮১ লাখ ডলার এবং বিদেশি ৯ ব্যাংকের মাধ্যমে প্রায় ৮০ লাখ ডলার রেমিটেন্স এসেছে।
বাংলাদেশ ব্যাংকের আশা অর্থবছর শেষে এবার রেমিটেন্সের পরিমাণ ১৬ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাবে। গত বছর যা ছিল ১৫ বিলিয়নের কাছাকাছি।
প্রবাসীরা সরকারে উপর নির্ভর করতে পারছে তাই দেশে টাকা পাঠানোর পরিমাণ দিন দিন বাড়ছে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা ।