নাটোরের গুরুদাসপুরে মোহনা টেলিভিশন লিঃ ১০ বছরে পর্দাপন উপলক্ষে শোভাযাত্রা , কেক কাটাও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ১০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার বিকাল ৪ টায় গুরুদাসপুর উপজেলা দর্শক ফোরাম আয়োজনে চাঁচকৈড় শিক্ষা সংঘ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে স্কুল চত্বর হতে শুভ,শুভ,শুভদিন মোহনা টিভির জন্মদিন এই শ্লোগানে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বাজার এলাকা ঘুরে পুনরায় বিদ্যালয় চত্বরে এসে শেষ হয়। র্যালিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ তমাল হোসেন ,গুরুদাসপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক পৌর মেয়র মোঃ শাহনেওয়াজ আলী মোল্লা,সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাহিদ হাসান খান,গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাহারুল ইসলাম,ভাইস চেয়ারম্যান আলাল শেখ,মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার,গুরুদাসপুর উপজেলার সকল সাংবাদিকগণসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে বিদ্যালয় প্রাঙ্গনে ছাত্র-ছাত্রী উপস্থিতে সম্মানিত অতিথিবৃন্দ ও উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান সবাই মিলে মোহনা টেলিভিশন ১০ বছরের পর্দাপনী প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। কেক কাটা শেষে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ পরিবেশন করেন বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর ছাত্রীরা।