নাটোরে মহান বিজয় দিবস-২০১৯ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ -এর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত পুলিশ সুপার লিটন কুমার সাহা, জেলা পরিষদ চেয়ারম্যান সাজেদুর রহমান খান, পৌর মেয়র উমা চৌধুরী জলি সহ সরকারী পদস্থ কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।
সভায় আগামী ২০২০ সালে বছর ব্যাপি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এরঁ জন্মশত বার্ষিকী উৎসবমুখর পরিবেশে করার সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহিত হয়।