ডেস্ক নিউজ
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এক উচ্চবিদ্যালয়ে বন্দুকধারী শিক্ষার্থীর হামলায় দুই শিক্ষার্থী মারা গেছে।
এ ঘটনায় আরও তিন ছাত্র আহত হয়েছেন। খবর বিবিসির
নিজের জন্মদিনে সহপাঠীদের গুলি করে হত্যা করে নিজের মাথাতেও গুলি চালায় ঘাতক ছাত্র। তবে এতে তার মৃত্যু হয়নি। তাকে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টা ৩৮ মিনিটে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার স্যান্টা ক্ল্যারিটায় সওগাস হাইস্কুলে এ ঘটনা ঘটে।
সৌনা ওরান্ডি নামের ১৬ বছর বয়সী ওই বিদ্যাপীঠের এক শিক্ষার্থী জানিয়েছে, সকালে আমি স্প্যানিশ ক্লাসের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। হোমওয়ার্ক সারছিলাম। ঠিক তখনই চারটি গুলির আওয়াজ শুনতে পাই। প্রথমে ব্যান্ড ক্লাসের আওয়াজ ভেবে ভুল করি।
সৌনা জানায়, এর পর দৌড়ে গিয়ে দেখি এক ছাত্রের হাতে আগ্নেয়াস্ত্র। তার হাতে বন্দুক দেখে আমিসহ অন্য শিক্ষার্থীরা হতবাক হয়ে যাই।
বিদ্যাপীঠের আরেক ছাত্র ফ্রেশম্যান রোজি রড্রিগেজ জানায়, আমি লাইব্রেরির সিঁড়ি দিয়ে নামছিলাম। তখনই বেলুন ফাটার মতো শব্দ শুনতে পাই। এর পর দেখি ছাত্রছাত্রীরা আতঙ্কে এদিক-ওদিক ছোটাছুটি করছে। আতঙ্কে আমিও পিঠে বইয়ের ব্যাগ নিয়েই রাস্তার দিকে ছুটি।
সে জানায়, স্কুলে এমনটি হতে পারে, কখনও ভাবিনি। শুধু শুনতে পেয়েছি অনেক বাচ্চা কাঁদছে। আতঙ্কগ্রস্ত ছিল সবাই।
এ ঘটনায় দুজন ছাত্রের মৃত্যু হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন লসএঞ্জেলেসের কাউন্টি শেরিফ।
তিনি বলেন, ১৬ বছরের ওই বন্দুকধারীর গুলিতে যে দুই ছাত্রের মৃত্যু হয়েছে তাদের বয়স ১৪ ও ১৬। সে নিজেও এখন মৃত্যুপথযাত্রী। তার বন্দুকের ছোড়া গুলিতে আরও ৫ জন গুলিবিদ্ধ হয়েছে। বৃহস্পতিবার ছিল ঘাতক ছাত্রটির জন্মদিন। এর বেশি তথ্য এখনও হাতে আসেনি।
এই ঘটনার পর ওই বিদ্যালয়সহ এলাকার সব বিদ্যাপীঠে ছুটি দিয়ে দেয়া হয়।