নাটোরের সিংড়ায় কৃষক আলমগীর হোসেন হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
সোমবার সকালে উপজেলার মাধা বাঁশবাড়িয়া গ্রামে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহতের ছোট ভাই ইউপি সদস্য কামাল হোসেন, মেয়ে হাবিবা খাতুন, স্থানীয় জনপ্রতিনিধি তারেক হোসেনসহ এলাকাবাসী। এসময় বক্তারা বলেন, মাধা বাঁশবাড়িয়া গ্রামের ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতের প্রতিবাদ করায় গত ১৮ জানুয়ারি প্রতিপক্ষের হাতে কৃষক আলমগীর হোসেন খুন হন। পরে হত্যা মামলা দায়ের হলে মামলার এজাহার ভূক্ত আসামী লাবু, ছালাম ও আসাদ এবং তাদের লোকজন মামলা তুলে নেবার জন্য হুমকি ধামকি দিয়ে আসছে।
অবিলম্বে খুনিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান বক্তরা।