‘লবন’ নিয়ে গুজব ছড়িয়ে বেশি দামে লবন বিক্রি করছে এক শ্রেণীর অসাধু চক্র। আজ মঙ্গলবার বিকেল থেকে লবনের মজুদ নেই-লবনের দাম বেড়ে যাবে এমন গুজব হঠাৎ করেই ছড়িয়ে পড়ে নাটোরের বিভিন্ন হাটে-বাজারে। মুহুর্তের মধ্যে সাধারণ মানুষ লবণ কেনায় ব্যস্ত হয়ে পড়ে। সিংড়া, নলডাঙ্গা, মাধনগরসহ জেলার বিভিন্ন উপজেলার হাটবাজারে ৩০টাকা কেজির লবন ১০০টাকায় বিক্রি শুরু করে কিছু খুচরা বিক্রেতা। এখবর পাওয়ার পর গুজব প্রতিরোধে মাঠে নামে স্থানীয় প্রশাসন। সিংড়ায় ২ জন ও নলডাঙ্গায় ৮ দোকানীকে জরিমানা করেন উপজেলা প্রশাসন। সন্ধ্যায় জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ ও পুলিশ সুপার লিটন কুমার সাহাসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা নাটোর শহরের বাজারগুলোতে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে পরিদর্শন করেন। পরে রাত সাড়ে ৭ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নাটোরের পাইকারী ও খুচরা ব্যবসায়ীদের সাথে সচেতনতামূলক সভায় মিলিত হন। জেলা প্রশানক মোঃ শাহরিয়াজের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার লিটন কুমার সাহা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বনিক সমিতির সভাপতি শরিফুল ইসলাম রমজান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলিসহ সাংবাদিক নেতৃবৃন্দ। বক্তারা জানান, দেশে লবণের যে চাহিদা তার চেয়ে অতিরিক্ত প্রায় তিন লাখ মেট্রিক টন লবণ বেশী উৎপাদিত হয়েছে। তাই লবণ নিয়ে ভোক্তাদের আতঙ্কিত হওয়ার কারণ নেই। তারা ক্রেতাদের কাছে অতিরিক্ত লবণ বিক্রি না করার আহবান জানান ব্যবসায়ীদের । এ ছাড়া যারা এ ব্যাপারে গুজব ছড়াবে তাদের কিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান। এ সময় জেলার লবণ ডিলার ও পাইকারী বিক্রেতারা জানান, নাটোরে লবণের কোন ঘাটতি নেই। তারা বেশী দামে লবণ বিক্রিও করছেন না। অপরদিকে সন্ধ্যায় স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের পক্ষ থেকে মাইকিং করে বলা হয় দেশে লবণের কোন ঘাটতি নেই। একটি অসাধু চক্র বর্তমান সরকারের ভাব মূর্তি ক্ষুন্ন করতে গুজব ছড়াচ্ছে।গুজবকারী কেউ ধরা পড়লে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রেহিতার অপরাধে মামলা করা হবে। সাধারণ মানুষ যেন গুজবে কান না দেন।