নাটোরে ২০১৯-২০ মৌসুমের আমন ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে শহরের স্টেশন বাজার এলাকায় সরকারী খাদ্যগুদামে এই ধান সংগ্রহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, জেলা খাদ্যনিয়ন্ত্রক শফিকুল ইসলাম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদুল হাসান, জেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্তুজা আলী বাবলুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এবার জেলায় ধান সংগ্রহ লক্ষ্যমাত্র ধরা হয়েছে ৮ হাজার ৫৯৬ মেট্রিক টন। এর মধ্যে নাটোর সদর উপজেলায় ১ হাজার ৩২৮ মেট্রিক টন এবং নলডাঙ্গা উপজেলায় ৩৯৩ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। প্রতি কেজি ধানের সরকার নির্ধারিত মূল্য ধরা হয়েছে ২৬ টাকা । চলতি বছরের ২০ নভেম্বর থেকে ২০২০ সালের ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত এই সংগ্রহ অভিযান চলবে।