ডেস্ক নিউজ
রাজশাহীতে লোকাল বাস চলাচল স্বাভাবিক রয়েছে। তবে দূরপাল্লার বাস চলাচল করতে পারছেনা। শ্রমিক নেতারা বলছেন, দূরপাল্লার কিছু বাস রাজশাহী থেকে ছেড়ে গেছে। তবে জেলার বাইরে গিয়ে আটকা পড়ছে। তবুও কিছু কিছু বাস চলাচল করছে।
আজ বৃহস্পতিবার সকালে রাজশাহী-ঢাকা, রাজশাহী- চাঁপাইনবাবগঞ্জে ও রাজশাহী-নওগাঁ রুটে বাস ও ট্রাক ছেড়ে গেছে।
তবে উত্তরের রংপুর, গাইবান্ধা, দক্ষিণাঞ্চলের কুষ্টিয়া, যশোর, খুলনাসহ বিভিন্ন রুটের পরিবহন রাজশাহীতে আসছে না। একারণে ওইসব রুটে রাজশাহী থেকেও কোন পরিবহন যাচ্ছে না। সড়কে বাসের সংখ্যা কম রয়েছে। এতে করে বাসগুলো ভাড়া বাড়িয়ে দিয়েছে। বাস কম থাকায় যাত্রীদের ভোগান্তিও রয়েছে পথে।
রাজশাহী জেলা সড়ক পরিবহন গ্রুপের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মতিউল হক টিটো বলেন, লোকাল বাসগুলো চলছে। তবে দূরপাল্লা বাসগুলো চলাচলে সমস্যা হচ্ছে।