নাটোরের গুরুদাসপুরে উৎসব মূখর পরিবেশে বর্ণাঢ্য র্যালী, পিঠা মেলা, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলার ঐতিহ্যবাহী নবান্ন উৎসব পালিত হয়েছে।
শনিবার বিকাল ৪টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার সিধুলী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস ওই পিঠা উৎসবের উদ্বোধন করেন। অন্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তমাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান খাঁন, অফিসার ইনচার্জ মোজাহারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মাষ্টার, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পিঠা মেলায় ১৫টি পিঠার স্টল ছিল। সেখানে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা দিয়ে সাজানো হয়েছিল স্টলগুলো। সাংসদ ওই পিঠার স্টল গুলো ঘুরে দেখেন