পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং ন্যায্য মূল্য নিশ্চিত করতে নাটোরে পুলিশি নিরাপত্তায় টিসিবি’র পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে। আজ সোমবার দুপুরে কালেক্টরেট ভবন চত্বরে একটি ট্রাকে করে এই পেঁয়াজ বিক্রি শুরু করা হয়। জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ বিপনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রতি কেজি ৪৫ টাকা দরে পেঁয়াজ নিতে নারী-পুরুষ নির্বিশেষে ভীড় জমাতে দেখা গেছে। লাইন দিয়ে পেঁয়াজ কিনতে হিমশিম খেলেও সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে ক্রেতারা। উদ্বোধনকালে অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল ইসলাম, নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলমসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। টিসিবি’র পেঁয়াজ ডিলার মানিক সাহা জানান, আজ সোমবার নাটোর কালেক্টরেট ভবন চত্বর থেকে মোট ২ টন (২ হাজার কেজি) পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। এরপর টিসিবি কর্মকর্তাদের নির্দেশ অনুযায়ী পরবর্তি বিক্রয় কার্যক্রমের ব্যবস্থা নেওয়া হবে। টিসিবির পেঁয়াজ হাতে পেয়ে জসিম উদ্দিন ও সুফিয়া খাতুন সহ আরো অনেকে জানান, বাজারে প্রতি কেজি ১৭৫ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। তারপরও বাজারে অনেক দোকানেই পেঁয়াজ নেই। টিসিবির মাধ্যমে ৪৫ টাকা কেজি হিসেবে পেঁয়াজ পেয়ে তারা খুশি। তবে প্রতিদিন এই ভাবে পেঁয়াজ বিক্রি করা হলে তাদের জন্য উপকার হয়। জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ জানান, সরকার পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং ন্যায্য মূল্য নিশ্চিত করতে টিসিবি’র মাধ্যমে ৪৫ টাকা কেজি হিসেবে পেঁয়াজ বিক্রি করতে শুরু করেছে। তারই অংশ হিসেবে আজ সোমবার খোলা ট্রাকে করে নাটোর কালেক্টরেট ভবন চত্বরে এই পেঁয়াজ বিক্রি করছে টিসিবি। তবে প্রতি ক্রেতাকে এক কেজির বেশী পেঁয়াজ দেওয়া হবে না।