ডেস্ক নিউজ
ইচ্ছা থাকিলে সব-ই সম্ভব, ব্রীজের নীচে মুরগির খামার করে সফলতা দেখিয়ে দিলেন কুষ্টিয়ার মোহাম্মদ আয়নাল।
নিজের জমি নেই তাতে কি, আয়নালের আদম্য ইচ্ছেকে দমিয়ে রাখতে পারেনি কোন কিছুই। তাই সে বেছে নিয়েছেন ব্রিজের নিচে পরিত্যক্ত জায়গা। সেটাই তিনি কাজে লাগিয়েছেন নিজের মুরগির খামার তৈরিতে।
মোহাম্মদ আয়নালের বাড়ি, গ্রাম:চক হরিপুর, ইউপি: শমসপুর, খোকসা, কুষ্টিয়া। আয়নালের খামার করার প্রবল আগ্রহ। কিন্তু মিলছিল না সঠিক স্থান। কুষ্টিয়া খোকসা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ গোপেশ চন্দ্র সরকারের পরামর্শে তিনি এক বছর পূর্বে ব্রীজের নীচে খালের পানির প্রবাহ, লোকজন ও যানবাহন চলাচল সর্বপরি পরিবেশ ঠিক রেখে গড়ে তোলেন খামার।
টেকসই হয় কিনা শুরুতে সন্দেহ ছিল সকলের।কিন্তু এক বছর পরও সদর্পে টিকে আছে খামারটি। আয়নাল মিয়ার মুখের হাসি শেষ হয়না যেন।
সম্প্রতি প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ গোপেশ চন্দ্র সরকারের আসার ও কথা শোনা মাত্র তরিঘরি করে ফার্ম থেকে উঠে আসলেন। কৃতঙ্গতার শেষ হয়না, অভিযোগও সাথে। স্যার দুদিন অসুস্থ মুরগি নিয়ে গিয়েছিলাম আপনি মিটিংয়ে ছিলেন, তাই সঠিক চিকিৎসা ও পরামর্শ পাইনি। স্যার আপনি একা মানুষ,ভিএস স্যার ও নেই,স্টাফও অর্ধেক কয় দিকেই বা দৌড়াবেন। আগামীকাল উনি অফিসে আসতে চেয়েছেন,অনেক পরামর্শ করবেন বলে।
আইডিয়াটি মাথায় এসেছিল আমার গ্রামের বাড়ির অদূরবর্তী খালের উপর ব্রীজের নীচে খরাজাল পেতে মাছ ধরা লোকদের রোদ-বৃষ্টি হতে রক্ষা পেতে বানানো মাচা হতে।
স্বল্প ভুমির এ ঘনবসতিপূর্ণ দেশের চাষের জমি বাঁচাতে বা ভূমিহীন আগ্রহীগনকে খামার করতে আইডিয়াটি সাহায্য করবে বলে আশা রাখি।