এইডস্ নির্মূলে প্রয়োজন; জনগণের অংশগ্রহণ
এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব এইডস ্দিবস উপলক্ষে নাটোরে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ রবিবার সকাল ১০ টার দিকে নাটোর আধুনিক সদর হাসপাতাল চত্বর থেকে এক শোভাযাত্রা বের করা হয়। স্থানীয় সরকার উপ-পরিচালক গোলাম রাব্বির নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে ফিরে যায়। পরে নাটোর আধুনিক সদর হাসপাতালের ডাঃ নূরুল হক মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সিভিল সার্জন ডাঃ আজিজুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল ইসলাম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডাঃ জাকির হোসেন সহ কর্মকর্তাবৃন্দ।