নিউজ ডেস্ক :
নাটোরের লালপুরে ইফতার মাহফিলে যোগ দিয়ে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন কদিমচিলান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম রেজা মাস্টার। আজ বৃহষ্পতিবার উপজেলার গোপালপুর পৌর মাজার এলাকায় ইফতারের পূর্বে এই ঘটনা ঘটে।
আহত চেয়ারম্যান সেলিম রেজা ও স্থানীয়রা জানান, বৃহষ্পতিবার লালপুর উপজেলার গোপালপুর পৌর মাজার এলাকায় একটি ইফতার অনুষ্ঠানে যোগ দিতে আসেন কদিমচিলান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম রেজা মাস্টার। অনুষ্ঠানে আগে থেকে উপস্থিত থাকা প্রতিপক্ষের লোকজন চেয়ারম্যানকে পেয়ে পাশে থাকা চেয়ার-লাঠি নিয়ে তার উপর অতর্কিত হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা বলতে থাকে চেয়ারম্যান স্থানীয় এমপি শহিদুল ইসলাম বকুলকে গালি দিয়েছে। সেজন্য তাকে উচিৎ শিক্ষা দেওয়া হল। পরে সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে চলে গেলে স্থানীয়রা আহত অবস্থায় সেলিম রেজা মাস্টারকে উদ্ধার করে গোপালপুর ডায়াগনস্টিক সেন্টার নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ীতে নিয়ে যায়।
লালপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আফতাব হোসেন ঝুলফু জানান, চেয়ারম্যান সেলিম রেজা মাস্টারের উপর হামলার কথা তিনি শুনেছেন তবে কি কারণে এ হামলা হয়েছে তা জানেন না তিনি। তবুও তিনি এর প্রতিবাদ জানান।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জুয়েলের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, হামলার বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এবিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।