র্যালী ও আলোচনার সভার মধ্যে দিয়ে নাটোরে পরিচ্ছন্ন গ্রাম পরিচ্ছন্ন শহর কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে শহরের মাদ্রাসা মোড় এলাকায় কর্মসূচির উদ্বোধন করে নাটোরের জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ। এ উপলক্ষে নাটোর পৌরসভার আয়োজনে সকালে শহরের শহরের মাদ্রাসা মোড় এলাকা থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পূনরায় মাদ্রাসা মোড়ে ফিরে গিয়ে সমাবেশ করে। নাটোর পৌর সভার মেয়র উমা চৌধুরী জলির সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম রাব্বী , অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্ম সম্পাদক সৈয়দ মর্তুজা আলী বাবলু।
এসময় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধ সহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব রোধে সরকারের গৃহিত পদক্ষেপের অংশ হিসেবে এই কর্মসুচি হাতে নেওয়া হয়েছে। শুধু মাত্র সরকার বা সরকারী দপ্তর থেকে এই কর্মসুচি পালন করলেই হবেনা। সাধারন মানুষকেও সচেতন হতে হবে। আমরা সকলেই যদি নিজ নিজ অবস্থান থেকে সচেতন হই তাইলেই গ্রাম শহর পরিস্কার পরিচ্ছন্ন থাকবে।