দীর্ঘ ৭ বছর পর নাটোরের নলডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের ত্রি-বাষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আজ রবিবার বেলা ১১ টার দিকেনলডাঙ্গা উপজেলা চত্বরে এই সম্মেলনে জাতীয় ও দলীয় পতাকাউত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে প্রথম অধিবেশনের উদ্বোধন করেননাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য ও জেলাআওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল।উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইয়াকুব আলীরসভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাটোর-নওগাঁ সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও জেলা মহিলাআওয়ামীলীগের সভাপতি রত্না আহমেদ, জেলা আওয়ামীলীগেরসিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সহ-সভাপতি ও নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, সহ-সভাপতি ও সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগের নের্তৃবৃন্দ। দ্বিতীয়অধিবেশনে সভাপতিও সম্পাদক সহ ৭১ সদস্য বিশিষ্ট কমিটিরনাম ঘোষণা করবেন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।