উৎসবমুখর পরিবেশে নাটোর সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুরু হয়েছে। আজ সোমবার বেলা এগারোটার দিকে নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারী কলেজ অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে এই সম্মেলন শুরু হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও বড়াইগ্রাম-গুরুদাসপুন আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস। সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাটোর সদর-নলডাঙ্গা আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
সম্মেলনের প্রধান অতিথি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে উন্নয়ন সামনের দিকে এগিয়ে যাচ্ছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের সাংগঠিনিক কাঠামো সুসংগঠিত করতে হবে। এজন্য প্রতিটি উপজেলায় সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হচ্ছে।
সম্মেলনের শফিকুল ইসলাম শিমুল এমপি বলেন, নাটোরে আওয়ামী লীগের ওয়ার্ড থেকে উপজেলা পর্যায়ে কাউন্সিলরবৃন্দের ভোটের মাধ্যমে এবং ক্ষেত্র বিশেষে তাদের মতামতের ভিত্তিতে কমিটি গঠন করা হয়েছে। সম্মেলনকে কেন্দ্র করে নেতা-কর্মীদের মধ্যে গণজাগরণ সৃষ্টি হয়েছে। তাদের এই সক্রিয়তাকে ধরে রেখে আরো বেগবান করে নাটোরে আওয়ামী লীগকে সারাদেশের মধ্যে মডেল সংগঠন হিসেবে প্রতিষ্ঠা করা হবে। এজন্য তিনি দলের সকল নেতা-কর্মিদের নিয়ে একযোগে কাজ করে চলেছে।
নাটোর সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ আব্দুল আওয়ালের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লালপুর-কাগাতিপাড়া আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, নাটোর-নওগাঁ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রত্না আহমেদ, নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সাজেদুর রহমান খান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি।
জাতীয় সংগীতের সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা ও সম্মেলনের ফেস্টুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। পরিবেশিত হয় উদ্বোধনী সংগীত। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের সমর্থনে ফেস্টুন ও প্লাকার্ডে ছেঁয়ে যায় চারিদিক, তাদের সমর্থনে বের হওয়া মিছিলের শ্লোগানে মুখর হয়ে ওঠে সম্মেলনস্থল।
জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক প্রভাষক আকরামুল ইসলাম জানান, সম্মেলনের দ্বিতীয় সেশনে ২৭৪ জন কাউন্সিলর ঐক্যমত্যের ভিত্তিতে উপজেলা আওয়ামী লীগের নেতৃত্ব মনোনীত করবে। ঐক্যমত প্রতিষ্ঠা করা না গেলে ১৪ সদস্যের সাবজেক্ট কমিটির গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে ব্যলটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করা হবে।