‘তথ্যের অধিকার, সুশাসনের হাতিয়ার, তথ্যই শক্তি, দুর্নীতি থোকে মুক্তি’ এই প্রতিপাদ্য নিয়ে শোভাযাত্রা ও আলোচনার সভার মধ্যে দিয়ে নাটোরে দুই দিন ব্যাপী তথ্য মেলার উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার বিকেলে টিআইবি’র সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত দুই দিন ব্যাপী এই তথ্য মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ। সনাক জেলা শাখার সভাপতি রনেন রায়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন দুদক রাজশাহী বিভাগীয় পরিচালক খোরশেদ আলম, উপ-পরিচালক জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল ইসলাম,কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক সুব্রত সরকারসহ অন্যান্যরা। পরে অতিথিবৃন্দ তথ্য মেলার ষ্টলগুলো ঘুরে দেখেন। এর আগে কানাইখালী স্টেডিয়াম মাঠ থেকে একটি শোভাযাত্রা বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে ফিরে যায়। দুইদিন ব্যাপী তথ্য মেলায় প্রতিদিন রয়েছে গনশুনানী, আলোচনা সভা, দূর্নীতি বিরোধী চিত্রাংকন ও বিতর্ক প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান । মেলায় সরকারী ও বেসরকারী সেবাদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ৪৫টি ষ্টল রয়েছে।