মানবাধিকার সুরক্ষায় তারুণ্যের অভিযাত্রা
এই প্রতিপাদ্য নিয়ে দিয়ে নাটোরে মানবাধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজের নেতৃত্বে শহরের মাদ্রাসা মোড় এলাকা থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট ভবন চত্বরে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, মানবাধিকার সংস্থার জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আব্দুল ওহাবসহ কর্মকর্তাবৃন্দ।