৭১ এর কুখ্যাত রাজাকার কাদের মোল্লাকে শহীদ বলায় দৈনিক সংগ্রাম পত্রিকার ঘোষনা পত্র বাতিল ও সম্পাদকের বিচারের দাবীতে নাটোরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ।
আজ শনিবার দুপুরে নাটোর নবাব সিরাজ উদ দৌলা সরকারী কলেজ প্রাঙ্গন থেকে ছাত্রলীগের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে নাটোর প্রেসক্লাবের সামনে এসে জড়ো হয়। পরে সেখানে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের নেতৃত্বে একটি সমাবেশ করা হয়। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলেিগর যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ মর্তুজা আলী বাবলু, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম, নবাব সিরাজ উদ দৌলা সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সাহাদাৎ হোসেন রাজিব।
এসময় বক্তারা দৈনিক সংগ্রাম পত্রিকার ঘোষনা পত্র বাতিল ও সম্পাদকের বিচারের দাবী জানান। এছাড়াও এই সকল কর্মকান্ডের সাথে যারা জড়িত তাদেরও গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানানো হয়।