নাটোরের সিংড়ায় সড়ক দূর্ঘটনায় আব্দুল হাকিম (৪৫) নামে একজন কৃষক
নিহত হয়েছে। নিহতের বাড়ি উপজেলার তাজপুর ইউনিয়নের হিয়াতপুর গ্রাম। সে ঐ গ্রামের মৃত হযরত আলীর পুত্র।
তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী জানায়, বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে নাটোর- বগুড়া মহাসড়কে চৌগ্রাম নামক স্থানে ভ্যান থেকে রাস্তায় পড়ে গেলে দ্রুতগামী ট্রাকে পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান কৃষক আব্দুল হাকিম।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর-এ আলম সিদ্দিকী জানান, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।