নিউজ ডেস্ক :
নাটোরের নলডাঙ্গায় রেলের টিকিট চেকার মজনু মিয়াকে পিটিয়ে জখম করেছে যাত্রীরা। অাজ শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে নলডাঙ্গা রেল ষ্টেশনে এই ঘটনা ঘটে। আহত মজনু মিয়াকে’ নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত মজনু মিয়া খুলনা থেকে চিলাহাটিগামী বেসরকারী রকেট মেইল ট্রেনের টিকিট চেকার হিসেবে দায়িত্বরত ছিলেন।
ট্রেনে থাকা যাত্রী আকবর আলী সহ অন্যান্যরা জানান, খুলনা থেকে চিলাহাটি গামী রকেট মেইলের কয়েকজন যাত্রীর সাথে টিকিট চেক করা নিয়ে চেকারের বাকবিতন্ডা শুরু হয়। পরে রাত সাড়ে ৮ টার দিকে নলডাঙ্গা রেল ষ্টেশনে ট্রেনটি থামলে আগে থেকেই অপেক্ষারত ওই যাত্রীর সর্মথকরা টিকিট চেকার মজনুকে নামিয়ে ব্যাপক মারধর করে। এসময় স্থানীয়রা মজনু মিয়াকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে একটি বেসরকারী ক্লিনিকে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে নাটোর সদর হাসপাতালে প্রেরণ করে।
এবিষয়ে নাটোর রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার অশোক কুমার জানান, তিনি এরকম একটি ঘটনার কথা লোক মুখেছেন। বিষয়টি খোঁজ খবর করা হচ্ছে।
এব্যাপারে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন এমন কোন ঘটনার কথা তিনি জানেন না। এমন ঘটনা ঘটলেও তা জিআরপি থানা পুলিশের কাছে অভিযোগ করা হয়। এবিষয়ে জিআরপি পুলিশ সকল ব্যাবস্থা গ্রহন করবেন।